ছড়ায় সাহসী কণ্ঠস্বর জগলুল হায়দারের জন্মদিন আজ
আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যে যার পঙক্তি ছন্দে ছন্দে কথা বলে, শব্দরা সাহসী হয়ে ওঠে, সমাজ-রাষ্ট্র-বিবেক সংস্কারে সাহস যোগায় তিনি জনপ্রিয় ছড়াকার জগলুল হায়দার। ছড়ার পাশাপাশি কবিতা, গল্প, প্রবন্ধ, পথনাটক এবং সমকালীন বিষয়ের কলাম বয়ান লিখেছেন; সৃষ্টি করেছেন ‘উত্তরাধুনিক ছড়া’। তার লেখায় বাধা পড়েছে সুর, হয়ে উঠেছে গানও। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার তিনি। আজ তার ৬০তম জন্মদিন।
জগলুল হায়দার ১৯৬৫ সালের ৮ অক্টোবর জামালপুরে জন্মগ্রহণ করেন। তার নিয়মিত লেখালেখি তাকে করেছে বরেণ্য। ‘ছাগলশুমারি, ‘দলীয়করণ’, ‘নতুন স্লোগান’, ও ‘জার্নি’র মতো অসংখ্য লেখা হয়েছে পাঠকনন্দিত। শিশুতোষ, সমসাময়িক, রম্য এবং সিরিয়াসধর্মী ছড়া মুগ্ধতা ছড়িয়ে পাঠকহৃদয়ে। ‘বিজ্ঞান ছড়ার জনক’ হিসেবে স্থান পেয়েছেন সমালোচকদের বক্তব্যে। ভক্তরা তাঁকে ভালোবেসে দিয়েছেন ‘ছড়ার জাদুকর’, ‘ছড়াসম্রাট’ খেতাব।
অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার জগলুল হায়দার। যখন ফ্যাসিবাদ উঁকি দিতে শুরু করেছিল, তখন তিনি জাগ্রত রেখেছিলেন তার শব্দদের। সমকালীন সব ইস্যুতে তার ছড়া কলামের মতোই শক্তিশালী। গণঅভ্যুত্থানে অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে ছড়া ও লেখা দিয়ে ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী ছড়ার বই ‘হায়দারি হাঁক’ লিখে তোপের মুখে পড়েন। যেখানে তিনি লিখেছেলেন, ‘লাখো লাখো কাঠগড়াতে নিযুত নিজুত মামলা/গণতন্ত্রের ঘাড়ের উপর নানামুখি হামলা। আমরা এসব বলছি না ভাই নিউইয়র্ক টাইমস লিখছে/কেমন করে জিকির তুলেন চলছে সবই ঠিক সে!’ সম্প্রতি মব জাস্টিসের বিরুদ্ধেও সচেষ্ট তিনি।
জগলুল হায়দারের ‘জগলুল সমগ্র’ ছাড়াও প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৬০টি। উল্লেখযোগ্য বইগুলো হলো—জগলুল সমগ্র ১ ও জগলুল সমগ্র ২, হায়দারি হাঁক, মায়ের পায়ে বেহেশত লুটায়, স্বাধীনতা সবার, চুম্বক, বাংলার মুখ বাংলার মিথ, টুইন টাওয়ার রুইন টাওয়ার, সুফিয়ানা, পলিটিকা, আন্তনেটের ডটকম, স্বাধীনতার কাব্যইতিহাস, সে কালের গল্প এ কালের ছড়া, অদ্ভুত বদ ভূত, মিট্টি মেধার কার্টুন ছড়া, ফাংকোলো, প্রিপেইড ভালোবাসা, তা রা রা তা রা রা তারারে, পল্টনে পটকা, ভালোবাসার পয়জন, রাজনীতি ভাঁজনীতি, স্বপ্ন সমান আকাশ আমার, জলটুপ শ্রাবণে, ভাবতে ভাবতে একটা ছেলে, উড়তে উড়তে একটা ঘুড়ি, অনার করলে অনার পাবি, পাওয়ার প্লে, ভালোবাসার একশ লিরিক, বিকেল খেকো টাওয়ার, ভালোর আকাশ আলোর আকাশ, মা, বাংলাদেশের প্রেমের ছড়া, বাংলাদেশের ভ্যালেনটাইন ছড়া। তার লেখা পথনাটক ‘নাড়াই’-এর এ পর্যন্ত ৯০টির মতো প্রদর্শনী হয়েছে।
ছড়াকার জগলুল হায়দার সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন রেবতী বর্মণ সম্মাননা স্মারক, ফুটতে দাও ফুল সাহিত্য সম্মাননা, শ্রীপুর সাহিত্য পুরস্কার, শহীদ সৈয়দ নজরুল সাহিত্য পদক, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, স্বপ্নসিঁড়ি সাহিত্য সম্মাননা ইত্যাদি।