মো. ইমরুল কায়েস শিশির
কাজ করছেন এনটিভি অনলাইনে। ঠিক পেশাগত কারণে না হলেও ঘোরাঘুরির অভ্যাস গড়ে তুলেছেন অনেক আগে থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত ছিলেন 'প্রথম আলো বন্ধুসভা', জাহাঙ্গীরনগর থিয়েটার, বাঁধনের মতো সংগঠনের সাথে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো তাঁর নেশা। তাই দেশ ও দেশের বাইরে দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো তাঁর আগামী দিনের স্বপ্ন।