পলাশ মাহবুব পলাশ মাহবুব

ঔপন্যাসিক, নাট্য রচয়িতা, রম্যলেখক ও ছড়াকার। লেখালেখির প্রায় সব মাধ্যমে স্বতঃস্ফূর্ত পলাশ মাহবুব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখান থেকে পেশা হিসেবে কিছুকাল সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত। টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হিসেবেও পলাশ মাহবুব সুপরিচিত।

  •