শেখ সাইফুর রহমান
সাংবাদিকতা শুরু ১৯৯২ সালে; নিউ নেশন পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসেবে। ১৯৯৬ সাল থেকে দৈনিক জনকণ্ঠে ক্রীড়ার পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইল সাংবাদিকতা করেছেন টানা ১২ বছর। সংবাদপত্র থেকে ২০০৮ সালে টেলিভিশনে—আরটিভি। পরের ছয় বছর নির্বাহী সম্পাদক হিসেবে লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস সম্পাদনা। এর পর বাংলাদেশের প্রথম কালিনারি ম্যাগাজিন রসুইঘর সম্পাদনা। সেখান থেকে পুনরায় টেলিভিশনে ফিরে আসা। আবার ক্রীড়া; ডেস্ক ইনচার্জ হিসেবে। সঙ্গে অনুষ্ঠান গবেষণা ও পরিকল্পনা; এটিএন নিউজ। সদস্য জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আর জাতীয় কারুশিল্প পরিষদের। রিসোর্স পারসন এসএমই ফাউন্ডেশনের। লিখেছেন দেশি ও বিদেশি পত্রপত্রিকায়। প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে কভার করেছেন লন্ডন ফ্যাশন উইক। ঘুরেছেন এশিয়া, ইউরোপ আর আফ্রিকার ডজনখানেক দেশ।