বয়ন জাদুঘর প্রতিষ্ঠায় আগ্রহী অঞ্জন’স
বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউস অঞ্জন’স দেশীয় বয়নশিল্পের ঐতিহ্য তুলে ধরা এবং সংরক্ষণের লক্ষ্যে একটি বয়ন জাদুঘর বা টেক্সটাইল মিউজিয়াম প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনীয় সহয়তা এবং সমর্থন পেলে এ উদ্যোগ এ বছরেই গ্রহণ করতে আগ্রহী বলে জানিয়েছেন অঞ্জন’স-এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ।
২ জানুয়ারি অঞ্জন’স-এর আয়োজনে শুরু হয়েছে জামদানি বিপণন প্রদর্শনী। এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট সমাজকর্মী এবং জামদানি গবেষক হামিদা হোসেন তাঁর বক্তব্যে পৃথিবীর অন্যান্য দেশের অনুসরণে বাংলাদেশে টেক্সটাইল মিউজিয়াম করা যায় কি না, তা ভেবে দেখার আহ্বান জানান। প্রধান অতিথি শিল্পী হাশেম খানও এ প্রস্তাবকে সমর্থন করেন। পরে সমাপনী বক্তব্যে এ প্রস্তাবকে সাগ্রহে গ্রহণ করে তা বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন শাহীন আহম্মেদ।
সারা বিশ্বে বিভিন্ন বিষয় নিয়েই জাদুঘর তৈরি হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে বয়ন জাদুঘর রয়েছে। আমাদের সহস্রাধিক বছরের বয়ন ঐতিহ্য সত্ত্বেও একটা বয়ন জাদুঘর আমরা প্রতিষ্ঠা করতে এখনো সক্ষম হইনি। ব্যক্তি উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠা হলে বাংলাদেশের জন্য তা হবে এক বিরাট পাওয়া।
জামদানি বাংলাদেশের সমৃদ্ধ বয়ন ঐতিহ্যের বিশেষ গৌরবের অংশ, যা স্বীকৃত এবং জনপ্রিয় বিশ্বজুড়ে। দীর্ঘ এই ধারাবাহিকতা নানা প্রতিকূলতা সত্ত্বেও বহমান রয়েছে। তবে এই শিল্প নানাভাবে প্রভাবিত হচ্ছে। আমরা নিজেদের ইচ্ছামতো নকশা করতে তাঁতিদের চাপ দিই। ফলে এটি তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। এ থেকে ডিজাইনারদের বিরত থাকার অনুরোধ জানান বিশেষ অতিথি এবং অঞ্জন’সের ডিজাইন উপদেষ্টা চন্দ্রশেখর সাহা।
কোনো সন্দেহ নেই বাংলাদেশের অন্যতম গর্বের বিষয় এই জামদানি। এর ঐতিহ্য ধরে রাখার জন্য বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো তাদের পৃষ্ঠপোষক। অঞ্জন’স এ ক্ষেত্রে অবশ্যই অগ্রগামী। এর আগে দুবার তারা এ ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে। এবার নিয়ে তৃতীয়বার। মাঝে একটা বিরতি ছিল। তবে একেবারে বন্ধ করে দেয়নি।
জামদানির এই বিপণন প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তাঁতিদের সেরা কাজগুলো প্রদর্শনীতে স্থান পাচ্ছে। পাশাপাশি জামদানি মোটিফ ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়েছে, যা এই প্রদর্শনীকে দিয়েছে বিশেষ মাত্রা। সরাসরি তাঁতে বোনা জামদানি শাড়ির পাশাপাশি আছে জামদানি মোটিফে অঞ্জন’সের নিজস্ব ডিজাইনে গয়না, হোম টেক্সটাইল, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, কুশন কভার, গয়নার বাক্স ইত্যাদি।
এ প্রদর্শনী শুরু হয়েছে অঞ্জন’সের বনানী ১১ নম্বর রোডের আউটলেটে। ১৫ দিনের এই প্রদর্শনী সমান্তরালে চলছে বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রামের জিইসি মোড়ের আউটলেটে।
এই আয়োজনের মাধ্যমে জামদানির আভিজাত্য তুলে ধরার পাশাপাশি তাঁতিদের সম্মান ও তাদের কর্ম উদ্দীপনাকে আরো বেগবান করতে বদ্ধপরিকর অঞ্জন’স।
লেখক : সাংবাদিক, এটিএন নিউজ ও লাইফস্টাইল প্রফেশনাল।