অকারণে ঘুরাফেরা করায় রাজধানীতে নয়জনকে জরিমানা
আজ পহেলা বৈশাখ। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে তা উদযাপন করা যায়নি। এই যখন অবস্থা, তখন রাজধানীর পথে পথে নয়জন ব্যক্তি বিনা কারণে ঘুরছিলেন। কিন্তু ‘করোনা নিয়মের' বেড়াজালে তাদেরকে মোট দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেছে পুলিশের রমনা বিভাগ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম এনটিভি অনলাইনকে এসব কথা বলেন।
শেখ মোহাম্মদ শামীম বলেন, ‘গুলিস্থানের জিরো পয়েন্ট, মগবাজার ও হাতিরপুল বাজার এলাকায় আমরা চেকপোস্ট বসিয়েছিলাম। চেকপোস্টে উপস্থিত ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ হোসেন ফারিবা মোট নয়জনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেছে। এরা কেউই বাইরে আসার কারণ জানাতে পারেনি। বিনা কারণেই তারা বাইরে ঘোরাঘুরি করছিল।'
এসি আরো বলেন, ‘আটকের পর অর্থদণ্ড দিয়ে তারা চলে গেছেন। তবে তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান চলবে। বিনা কারণে বাইরে বের হতে দেখলে আগামীতে জরিমানার সঙ্গে কারাদণ্ডও দেওয়া হবে।'