অতিরিক্ত জেলা জজ হলেন ৮৩ জন
বিচার প্রশাসনে ৮৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অপরদিকে ৩০ জন অতিরিক্ত জেলা জজকে বদলি করা হয়েছে।
আজ সোমবার দুপুরের পর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’-এর ৬২,৩৫০-৭৫,৮৮০/- বেতন স্কেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৮৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির পর অতিরিক্ত জেলা জজদের ভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ৩০ জন অতিরিক্ত জেলা জজকে বদলি করা হয়েছে বলে অপর আদেশে উল্লেখ করা হয়েছে।