অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই : বাহাউদ্দিন বাহার
ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার।
আজ রোববার দুপুরে বাহাউদ্দিন বাহার নগরীর নানুয়াদিঘীর পাড়ের পূজামণ্ডপসহ আরও কয়েকটি মণ্ডপ ও মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কুমিল্লার পরিস্থিতি বাংলাদেশের অন্য জায়গার মতো না। আমরা যেহেতু একসঙ্গে মিলেমিশে কাজ করি আমাদের নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। আমরা দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শান্তি-শৃঙ্খলা রক্ষায় হিন্দু-মুসলমান বলতে কোনো শব্দ নেই। আমরা বাঙালি, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।’