অবরোধ, ধর্মঘট দিয়ে সিলেটের গণসমাবেশ ঠেকানো যাবে না : বিএনপি
বিএনপির সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহণ ধর্মঘট আহবান করা হয়েছে তবে, অবরোধ-ধর্মঘট করে গণসমাবেশ ঠেকানো যাবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
সকালে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এসময় নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
এ সময় শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান বিএনপি নেতারা।
এর আগে, গতকাল বুধবার রাতে, এক সভা শেষে আগামী ১৯ নভেম্বর পরিবহণ ধর্মঘট আহবান করে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি। সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস মালিক সমিতি। এর সাথে রাজনৈতিক কোনো ইস্যু জড়িত নয় বলে জানান তারা।