অরক্ষিত খোলা ড্রেনে পড়ে আহত কবির মৃত্যু
সিলেটের বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষকনেতা আব্দুল বাসিত মোহাম্মদের (৬৫) মৃত্যু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অপরিকল্পিতভাবে খুঁড়ে রাখা ড্রেনে পড়ে গিয়ে তাঁর শরীরে লোহার রড ঢুকে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।
সিলেটের সাহিত্যাঙ্গণের সবার প্রিয়মুখ আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর জন্য সিলেট সিটি করপোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছে তাঁর অনুরাগী ও সচেতনমহল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এদিকে, কবি-ছড়াকার বাসিত মোহাম্মদের এমন মৃত্যুতে সিলেটের সাহিত্যাঙ্গনসহ সব মহলে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন, আব্দুল বাসিতের মৃত্যুর জন্য নগরীর উন্নয়নের নামে সিসিকের অপরিকল্পিত কর্মকাণ্ড এবং খামখেয়ালিপনাই শুধু দায়ী নয়, রীতিমতো তাকে হত্যা করেছে সিসিক।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোক ও সমালোচনা। দায়ীদের কঠোর শাস্তি আর নিহতের পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি ওঠেছে।
এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।