অস্ত্র আইনে সাবেক পৌর কমিশনারের ২৪ বছরের সাজা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার রেজাউল ইসলাম পাঠান ওরফে দালাল রেজাউলসহ তাঁর দুই সহযোগীকে অস্ত্র আইনে ২৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।
কোটচাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার রেজাউল ইসলাম পাঠানের বাড়ি কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ায়। তাঁর অপর দুই সহযোগী হলেন জেলার কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের মো. মিলন ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধু মল্লিক।
মামলার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় রেজাউল ইসলাম পাঠানকে পলাতক ঘোষণা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের জুন মাসের ২৭ তারিখ রাতে র্যা বের টহল দল কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ায় রেজাউল পাঠানের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় রেজাউল পাঠান, মো. মিলন ও মধু মল্লিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যা বের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। এরপর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে রেজাউল পাঠান, মো. মিলন ও মধু মল্লিককে অস্ত্র আইনের তিনটি ধারায় প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালতের বিচারক।
দণ্ডাদেশপ্রাপ্ত রেজাউল পাঠান ও সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই, স্বর্ণ চোরাচালান, মাদক পাচার, ডাকাতিসহ আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে।