আগামীতে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেছেন, দুর্যোগ আসবে, এটাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ‘মোকাবিলা করার মতো পর্যাপ্ত ব্যবস্থা আমরা করেছি। বিশ্বে আগামীতে খাদ্যমন্দা দেখা দিতে পারে। বিশ্বব্যাপী দুর্ভিক্ষও দেখা দিতে পারে। তবে আমরা এ খাদ্যমন্দা ও দুর্ভিক্ষ থেকে মুক্ত থাকব। আমাদের জমি উর্বর, আমাদের মানুষ পরিশ্রমী। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে খাদ্য উৎপাদন করে নিজস্ব চাহিদা মিটিয়ে, আমরা তা অন্য দেশে রপ্তানিও করতে পারব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘বিশ্বমন্দার কথা মাথায় রেখে আমরা আগামী তিন বছরের জন্য একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। দেশে অনেক অল্প আয়ের মানুষ রয়েছে। এমন লোকও রয়েছেন, যাঁরা কারো কাছে হাত পাততে পারেন না। আমরা এমন ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ১০ টাকা কেজি দরের বিশেষ ওএমএস কার্যক্রম চলবে। পাশাপাশি সরকারের অন্যান্য খাদ্যবান্ধব কর্মসূচি ও অর্থসহায়তাও চালু রয়েছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা এবার কৃষকদের কাছ থেকে ২১ লাখ টন খাদ্যশস্য কিনে মজুদ করব, যাতে জরুরি প্রয়োজনে এসব খাদ্যশস্য মানুষের সহায়তায় ব্যবহার করা যায়।’
খাদ্য উৎপাদন বাড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো জমি পতিত রাখা যাবে না। আমাদের জমি অত্যন্ত উর্বর। আমাদের সব মানুষ পরিশ্রমী। যার যতটুকু জমি আছে, তাতে কিছু না কিছু আবাদ করুন। ধান ওঠার পর সে জমিতে কী চাষ করা যায়, তা নিয়ে ভাবুন। কৃষকদের আমরা বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পারলে আমাদের খাদ্য সংকট হবে না; বরং আমরা নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারব।’
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজে সতর্ক হোন। অপরকে রক্ষা করুন। জীবন তো আর থেমে থাকে না। জীবন চলমান। তারপরও আমাদের সচেতন হতে হবে। একটু কষ্ট করতে হবে। সবাই যার যার মতো করে সতর্ক থেকে কাজ করছেন বলে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এখনো করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’
প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।