আনসারুল্লাহ বাংলা টিমের নারী সদস্যসহ ৫ জন আটক
ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নারী সদস্যসহ মোট পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে র্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝালকাঠির অলিউল ইসলাম (২৩), গোপালগঞ্জের মো. মোয়াজ্জিম মিয়া (২০), দিনাজপুরের সবুজ হোসেন (২৬), চাঁদপুরের আরিফুল হক (২০) এবং ঢাকার রাশিদা ওরফে হুমায়রা (৩৩)।
সাজেদুল হক বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আশুলিয়ার কাঠগড়া থেকে চারজন আর ধামরাই থেকে এক নারীকে আটক করা হয়েছে।’
সাজেদুল হক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বিতর্কিত বই লিফলেট, ডিজিটাল কন্টেনসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে।’