আন্নি বাঁচতে চান, মাতৃস্নেহে বড় করতে চান নিজের ছোট্ট মেয়েকে
আন্নি বেগম (৪০) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় বসবাসরত একজন ফেরিওয়ালার স্ত্রী। সুখের সংসারে তাঁদের ১০ বছর বয়সি একটি ফুটফুটে কন্যাসন্তান রয়েছে।
নয় মাস ধরে আন্নি বেগম গ্রামের সরকারি হাসপাতাল ও হোমিও ডাক্তারের চিকিৎসা করিয়ে মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন। চিকিৎসার পেছনে প্রায় অনেক টাকা খরচ করা সত্ত্বেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। বর্তমানে তাঁর ব্রেস্ট সার্জারি ও থেরাপির জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এ টাকা আন্নির অস্বচ্ছল পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ফেরিওয়ালা স্বামী সংসারের হাল ধরতে গিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন। আন্নি বেগমের আটটি কেমোথেরাপির মধ্যে দুটি কেমোথেরাপি দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু, দিন দিন তাঁর অবস্থা অবনতি হয়েছে। তৃতীয় ও চতুর্থ কেমোথেরাপি রংপুর থেকে সম্ভব হলেও বাকি চারটি কেমোথেরাপি (রেডিও থেরাপি) তাঁকে ঢাকায় গিয়ে দিতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। তৃতীয় কেমোথেরাপির সম্ভাব্য তারিখ ১০ জুলাই। তাই, তিনি এবং তাঁর পরিবারের সদস্যেরা দেশ-বিদেশের সবার কাছে মানবিক সাহায্য-সহযোগিতা কামনা করছেন।
আন্নি বেগমের পাশে দাঁড়ালে তিনি হয়তো সুস্থ হয়ে আবার তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে পারবেন। তাঁর ছোট্ট কন্যাসন্তানটিকে মাতৃস্নেহে বড় করে তুলতে পারবেন।
সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন আন্নি বেগমের পরিবারের সদস্যেরা। বেঁচে ফিরুক সংগ্রামী আন্নি বেগম।
আন্নিকে সহযোগিতা পাঠাতে পারেন নিচের অ্যাকাউন্টে
বিকাশ নম্বর (পার্সোনাল) : 01797874740
নগদ নম্বর (পার্সোনাল) : 01797874740
ডিবিবিএল রকেট নম্বর (পার্সোনাল): 017978747406
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর : 01289776020