আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক
ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক বার্তায় আজ দুপুরে আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে প্রধানমন্ত্রীর শোক প্রকাশের তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সকাল ৬টা ৪০ মিনিটে মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায় এনটিভি অনলাইনকে আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্বদেশ রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘লন্ডন সময় সকাল ৬টা ৪০ মিনিটের (বাংলাদেশ সময় বেলা ১১টা ৪০ মিনিট) দিকে আবদুল গাফ্ফার চৌধুরী ইন্তেকাল করেছেন। তাঁর মেয়ে আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন।’