আবারও বাড়ছে যমুনার পানি, ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ফসলী জমি, গাছপালা, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, ‘ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এ কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অসময়ে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে।’
প্রকৌশলী রনজিত কুমার বলেন, ‘পানি বাড়ায় ভাঙনের কবলে পড়েছে শাহজাদপুরের জালালপুর, আরকান্দি, ব্রাহ্মনগ্রাম ও পাচিল এলাকার মানুষ। ভাঙনে ফসলী জমি, গাছপালা, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।’