নদীভাঙন রোধে ব্যবস্থার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনায় নদীভাঙন রোধে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রতিবাদে ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদী তীরবর্তী রসুলপুর ঘাটে এই মানববন্ধন হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গ্রামের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. রমজান মিয়া, মো. রতন মিয়া, নাদু মিয়া প্রমুখ।
এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনে ইতোমধ্যে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। হুমকির মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, স্থানীয় রসুলপুর বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদের রাস্তা, ধান শুকানোর মাঠসহ পুরো এলাকা। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড নদীতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দুইবছরে তা সম্পন্ন করতে পারেনি। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে স্থানীয়দের। মানববন্ধনে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান গ্রামবাসী।