আমাদের উদারতাকে দুর্বলতা মনে করবেন না : পলক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/21/natore-polok-news-pic.jpg)
সিংড়া বাসস্ট্যান্ডে জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : এনটিভি
সরকারের উদারতাকে দুর্বলতা মনে না করার হুঁশিয়ারি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একাত্তর, পঁচাত্তর ও ২০০৪ সালে যেভাবে আওয়ামী লীগ নেতাদের হত্যা করে খুনিরা বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল; তারপরও আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নিইনি। আমাদের উদারতা ও ন্যায়পরায়ণতাকে বিএনপি-জামায়াত দুর্বলতা মনে করলে ভুল করবে।
আজ রোববার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন আইসিটি প্রতিমন্ত্রী।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।