আমাদের গতিশীল বিচার বিভাগ তৈরি করতে হবে : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে গতিশীল বিচার বিভাগ তৈরি করতে হবে।’ আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তিনি শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন ‘আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধি দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে গতিশীল বিচার বিভাগ তৈরি করতে হবে। আমরা বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়ারিকে আরও গতিশীল করতে।’
এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা জজকোর্ট মিলনায়তনে বিচারকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। বৃক্ষ রোপণ শেষে জেলা আইনজীবী সমিতির সঙ্গে বৈঠক এবং আইনজীবীদের গ্রন্থাগার উদ্বোধন করেন।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।