আ.লীগ সব সময় দুর্গত মানুষের পাশে থাকে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারে থাকুক আর বিরোধীদলেই থাকুক, আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে থাকে।’
দেশের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ মঙ্গলবার সিলেট সফরে গিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
হেলিকপ্টারে করে আজ সকাল ৯টার দিকে সিলেটে পৌঁছে সার্কিট হাউসে গিয়ে এ মতবিনিময় করেন শেখ হাসিনা। এর আগে হেলিকপ্টার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বন্যার ক্ষতি মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহায়তা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।