আশুগঞ্জে জামাল মুন্সি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জামাল মুন্সি হত্যা মামলার অন্যতম দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার গভীররাতে জেলার সদর উপজেলার রাধিকা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দিলু মিয়া এবং মনা ওরফে রমজান। নিহত জামাল মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির ছোট ভাই।
আশুগঞ্জ থান সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাই জামাল মুন্সিকে খুন করে কিছু দুর্বৃত্ত। স্থানীয় জিয়া উদ্দিন, সেলিম, লতিফ, দিলু মিয়া, রমজানসহ আরও অনেকের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে। এ ঘটনায় জামাল মুন্সির ভাই জাহাঙ্গীর মুন্সি বাদী আশুগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর আসামিরা গা ঢাকা দেয়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, ‘আমার ছোট ভাই জামাল মুন্সি হত্যা মামলার এজহারনামীয় দুই আসামিক গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘জামাল মুন্সি হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুত প্রধান আসামিসহ সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’