চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতির ফলে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা কয়েকশ সাধারণ মানুষ। আজ বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা মানুষরা ডাক্তার না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। রেখে যাচ্ছেন শত অভিযোগ। একজন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চলছে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম।
জানা গেছে, সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করছেন এমবিবিএস চিকিৎসকরা। তাদের দাবি ডিএমএফ ও কয়েকটি শর্ট কোর্স করেই নামের আগে ডাক্তার লাগানোর প্রতিবাদে তারা এ কর্মবিরতি পালন করছেন।
তায়্যিন মোহাম্মদ নামে এক রোগী বলেন, এসেছিলাম ডাক্তার দেখাতে, কোনো ডাক্তার পেলাম না। হঠাৎ করে চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছে। যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বিরাট সমস্যা।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, গতকাল ডাক্তার পরীক্ষা করতে দিয়েছিল। সেগুলো আজকে নিয়ে এসেছি। ডাক্তার ছাড়া চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মহিউদ্দিন মৃধা এনটিভি অনলাইনকে বলেন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ যেন নামের আগে ডাক্তার না লাগায়। এজন্যই আমাদের এই প্রতিবাদ। আজ হাইকোর্টে ডিএমএফ ডিগ্রিধারীদের রায়ের তারিখ থাকায় আমরা এ কর্মবিরতিতে গিয়েছি।