আশুগঞ্জে লকডাউন পালনে কঠোর অবস্থানে প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সরকারঘোষিত লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে চলমান যানবাহনে যারা যাতায়াত করছেন তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সরকারের নির্দেশনা এবং যথাযথ আইন মেনে চলাচল করছেন তাদের যেতে দিচ্ছেন। যারা কোনো কারণ ছাড়াই বাইরে বেরিয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে বেশিরভাগ লোকজন মোটরসাইকেলে সেতু পার হচ্ছে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘সর্বাত্মক লকডাউনে যারা আইন না মেনে অযথা বাইরে বেরিয়েছে তাদের আইনের আওতায় আনা এবং জরিমানা করা হচ্ছে। আইন মানাতে যা যা করা দরকার আমরা তাই করছি। এই অভিযান অব্যাহত থাকবে।’