আশুগঞ্জে শীতার্তদের গরম কাপড় দিলো প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চাতালশ্রমিক এবং রেলস্টেশনের ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলার আলমনগর চাতালশ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। এখানে উপজেলা পরিষদের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে উপজেলার চাতালশ্রমিকরা জানান, এই প্রথম তারা কোনো সরকারি কম্বল পেলেন।
উপজেলার আলমনগর এলাকার চাতালশ্রমিক রাবেয়া বলেন, ‘কম্বল পেয়ে আমি খুব খুশি। এই প্রথমবার সরকারিভাবে একটি কম্বল আমি পাইছি। আমি দোয়া করি, যারা আমাকে এই কম্বল দিয়েছে তাদের যেন আল্লাহ শান্তি দেন।’
এরপর উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার যান আশুগঞ্জ রেলস্টেশনে। সেখানে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তাঁরা। রাত ৩টা পর্যন্ত তাঁরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫০০ গরিব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি ও ইউএনও মো. নাজিমুল হায়দার জানান, তাঁরা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করেছেন। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।