আশুগঞ্জে ১০ কেজি গাঁজা জব্দ, দুজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ সোহেল ও রাসেল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. সোহেল (৩৫) ও মো. রাসেল (২৬) সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ জানান, জেলার কাউতলী এলাকা থেকে আশুগঞ্জের আড়াইসিধা গ্রামে একটি পিকআপে করে গাঁজা নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ আড়াইসিধার চকবাজারে গিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় পাচারে জড়িত অভিযোগে সোহেল ও রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মাদকের মামলা করা হয়েছে।