ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/atok.jpg)
রাজধানীর মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব বলছে, বরকত হোসেন রোমান ও ভুক্তভোগী পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি বরকত হোসেন রোমান তাকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুর এলাকায় তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি যোগে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে তার পিতা ভুক্তভোগীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মিরপুর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। রোমান সেই মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর হাজতে ছিলেন। পরে জামিন নিয়ে বের হয়ে আত্মগোপনে চলে যান।
খান আসিফ তপু বলেন, আদালত বিচারকার্য শেষে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লাখ টাকা জরিমানা পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বরকত হোসেন রোমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন থাকে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।