আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
আলমগীর খানকে আহ্বায়ক ও নাসির উদ্দিনকে সদস্যসচিব করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ স্বাক্ষরিত ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয় কমিটি ঘোষণার দিন থেকে ৯০ দিনের মধ্যে পুরাতন ইউনিয়ন কমিটি ভেঙে দিতে হবে। এরপর নতুন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
এ বিষয়ে নবনির্বাচিত আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খান বলেন, ‘জেলা এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমাকে আহ্বায়ক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র যে কর্মসূচি ঘোষণা করবে তা বাস্তবায়নে কাজ করে যাব।’
এদিকে, নবনির্বাচিত আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব বলেন, ‘বর্তমান দেশের যে পরিস্থিতি তা থেকে জনগণকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব।’ এজন্য তিনি যুবদলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বলেন, ‘জেলার আশুগঞ্জ উপজেলা যুবদলের যে কমিটি দেওয়া হয়েছে তা কেন্দ্রের সঙ্গে কথা বলে বিচার বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আশা করছি এই কমিটি কেন্দ্রঘোষিত আন্দোলনে জোরালো ভূমিকা রাখবে।’