আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতা আটক
আশুলিয়ার বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবিকে আটক করেছে র্যাব। রবি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি।
মঙ্গলবার গভীর রাতে শিমুলিয়া এলাকা থেকে রবিউলকে আটক করে র্যাব। এ সময় জনি নামের আরেকজনকেও আটক করা হয়েছে।
এ ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে রবিউল ইসলাম রবিকে ছাত্রলীগ থেকে বহিষ্কারে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। বিলুপ্ত করা হয়েছে শিমুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি। এসব তথ্য এনটিভিকে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি ও তার সহযোগী জনিকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয় বলেও জানান র্যাব কর্মকর্তা মো. মোজাম্মেল হক। তিনি বলেন, আটক করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্রবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।