আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ পুলিশ দগ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে চার পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। উপজেলার কেন্দুরবাগ এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধ পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন কনস্টেবল রাকেশ ও বেশান্ত।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক স্থানে পুলিশের ওই গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় চার পুলিশ দগ্ধ হন। তাঁদের তাৎক্ষণিকভাবে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আসামিরা সুস্থ রয়েছেন। তাঁরা বর্তমানে বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।