সাভারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সোহরাব হোসেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে উল্টো পথে যাবার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সোহরাব হোসেন। সোহরাবকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকাহত। আমরা শিগগির নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করব। এই দুঃসময়ে তাদের পাশে থাকব।’