ইউএনওকে বেনামি চিঠিতে হুমকি, থানায় ডায়েরি
হুমকি ও ব্যক্তিগত আক্রমণ করে অকথ্য ভাষায় লেখা বেনামে আসা দুটি চিঠি পাওয়ায় সাধারণ ডায়েরি করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদরের পালং মডেল থানায় এ জিডি করেন তিনি।
এর আগে আজ সকাল ৯টার দিকে ডাকের মাধ্যমে অফিসে এ চিঠি পান ইউএনও। বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।
ওসি বলেন, ‘ইউএনও মহোদয় থানায় এসেছিলেন। জিডি করেছেন। তবে তদন্তের স্বার্থে জিডির ভাষ্য প্রকাশ করা যাচ্ছে না।’
ওসি আরও বলেন, ‘অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি ওই চিঠির কারণে অনিরাপদ বোধ করে জিডি করেছেন তিনি। চিঠির ভাষা অত্যন্ত অশালীন, যা সভ্যরা উচ্চারণ করতে পারবে না। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।’
তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।