ইউপি চেয়ারম্যানের মারপিটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
টেকসই বাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান কর্তৃক দুই তরুণকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা অবিলম্বে চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আলমগীর কবিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আজ রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। গাজী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মইনুল ইসলাম মিঠু, হারুনার রশীদ, হাফিজুর রহমান মাসুম, আকরামুল ইসলাম, প্রণব ঘোষ বাবলু, মীর জিল্লুর রহমান, ফাহাদ হোসেন, মো. সাকিব প্রমুখ।
তারা বলেন, সাতক্ষীরা উপকূলের মানুষ ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে জোয়ারের পানিতে যখন ভাসছে, ঠিক সেই মুহূর্তে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানায় একটি বেসরকারি সংগঠন। শুক্রবারের এই কর্মসূচির পর শনিবার সকালে একই স্থানে পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মো. শাহীন বিল্লাহ ও ইয়াসির আরাফাত নামের দুই তরুণকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারপিট করেন এবং কাফনের কাপড় পরে মানববন্ধনের দরকার কী বলে কৈফিয়ৎ তলব করেন। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর কবির দুজনেই এই ঘটনা ঘটান।
এর প্রতিবাদে অনুষ্ঠিত হয় রোববারের মানববন্ধন। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান আতাউর ও আলমগীর কবিরের শাস্তির দাবি জানান।