‘ইতালি থেকে আসা ১৪২ জনের কারো উচ্চ তাপমাত্রা নেই’
ইতালির রোম থেকে বাংলাদেশে আসা ১৪২ জনের মধ্যে কারো ভেতরে উচ্চ তাপমাত্রা নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সভাকক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতালি থেকে আসা ১৪২ জন নাগরিককে রাজধানীর আশকোনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে তাঁদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। তাঁদের ভেতরে কারো উচ্চ তাপমাত্রা নেই। সেদিক থেকে এ মুহূর্তে তাঁদের ভেতরে কোনো লক্ষণ বা উপসর্গ নেই।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, ‘তবে তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে। বিস্তারিত পরীক্ষার পর আমরা নির্ধারণ করব পরে করণীয় কী হবে বা তাঁদের কোথায় রাখা হবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব পরীক্ষার পর যদি তাঁদের ভেতরে করোনার উপস্থিতি না পাওয়া যায়, তাহলে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রবাসীদের এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানিয়ে আইইডিসিআরের পরিচালক বলেন, ‘করোনাভাইরাসের এ সময় প্রবাসীদের দেশে আসা নিরুৎসাহিত করুন। আর দেশে এলেও ঘরেই থাকুন, নইলে দেশের ১৭ কোটি মানুষ সংক্রমিত হতে পারে।’
মীরজাদী সেব্রিনা আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। নয়জন আইসোলেশনে আছে।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যাঁদের মধ্যে করোনা সংক্রমণ ছিল, এরই মধ্যে আমরা জানিয়েছি, দুজনের ভেতরে সংক্রমণ আর নেই। আর তৃতীয় যিনি ছিলেন, গত পরীক্ষাতে আমরা পজিটিভ পেয়েছিলাম। কিন্তু গতকাল আমরা নেগেটিভ পেয়েছি। আমরা এরই মধ্যে জানিয়েছি, ২৪ ঘণ্টার ব্যবধানে যদি দুটো পরীক্ষায় নেগেটিভ পাই, তাহলে করোনা সংক্রমণ নেই বলে আমরা বলতে পারব। আগামী পরীক্ষায় যদি নেগেটিভ আসে, তাহলে তাঁকে আমরা ছেড়ে দেব। এ মুহূর্তে করোনা উপস্থিতি আছে এ রকম কোনো মানুষ বাংলাদেশে নেই। সুতরাং আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’