উত্তরায় লিফট দুর্ঘটনায় অতিরিক্ত সচিবের স্ত্রীর মৃত্যু
রাজধানীর উত্তরায় লিফট দুর্ঘটনায় সাবেক এক অতিরিক্ত সচিবের স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সালমা পারভীন। তিনি সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহানের স্ত্রী।
আজ শনিবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
তপন চন্দ্র সাহা বলেন, ‘লিফটে উঠার জন্য পা সামনে বাড়ানো মাত্রই সেলিনা পারভীন নিচে পড়ে যান। তিনি ভেবেছিলেন লিফট এসেছে। অথচ লিফট ছিল নিচে।’
এই ঘটনার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘সালমা পারভীন বিকেলে তাঁর নিজের বাড়ির পাঁচতলার ছাদে হাঁটতে গিয়েছিলেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি এক তলা নিচে নেমে আসেন। তাঁর সঙ্গে ছিলেন বাড়ির এক গৃহকর্মী।’
ওই গৃহকর্মীর বরাত দিয়ে দ্বীন মোহাম্মদ বলেন, ‘সিড়ি দিয়ে এক তলা নিচে অর্থাৎ চতুর্থ তলায় নামার সময় তাঁর সঙ্গে ছিলেন এক গৃহকর্মী। সালমা পারভীন লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের বাটন না চেপে হাত দিয়ে লিফটের দরজা ফাঁক করেন। তখন দরজা খুলে যায়। অথচ সে সময় লিফট ছিল নিচে। কিন্তু তিনি তা বুঝতে না পেরে লিফটের দরজার ভেতরে পা ঢুকিয়ে দেন। সঙ্গে সঙ্গে সালমা তিনি নিচে পড়ে যান।’
দ্বীন মোহাম্মদ বলেন, ‘তিনি (সেলিনা পারভীন) নিচে পড়ার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে লাশ উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এখন তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এই ব্যাপারে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা।’