গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দির সাম্পান রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের বাসিন্দা মন্টু শেখ (৫০), টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপার ভাইজার ও বাগেরহাট জেলার কলাতলা গ্রামের বাসিন্দা আরিফুজ্জামান (৪৮)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই (উপরিদর্শক) মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সাম্পান রেস্টুরেন্টের সামনে সোহাগ পরিবহণের বাসের পেছেনে ধাক্কা দেয়। ধাক্কা লেগে সোহাগ পরিবহণের বাসটির একটা অংশ সাম্পান রেস্টুরেন্টে ঢুকে যায়। অন্যদিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মহাসড়কের পূর্ব পাশে গাছের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রোকিবুজ্জামান বলেন, মরদেহ দুটির সুরাতহাল রিপোর্ট তৈরি করার পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।