এই দুর্যোগের সময়ও আওয়ামী লীগ লুটপাট নিয়ে ব্যস্ত : আলাল
মহামারি করোনাভাইরাসে দেশে এই ভয়াবহ দুর্যোগের সময়ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গরিব-অসহায়দের ত্রাণের মালামাল লুটপাট নিয়ে ব্যস্ত আছে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, শুধু তাই নয়, এই দলের ভোটবিহীন মন্ত্রী-এমপিদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে সাধারণ জনগণ আজ আতঙ্কিত ও শঙ্কিত।
আজ শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মধ্যে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণকালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ মন্তব্য করেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জেডআরএফ ও ড্যাব যখনই দেশে দুর্যোগ দেখা দেয় তখনই এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায়। এই করোনা পরিস্থিতির মধ্যেও তারা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষদের সহায়তা করছে।
আলাল বলেন, বিএনপি এমন একটি দল যারা দেশের দুর্যোগে সব সময় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসে। মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চলমান দুর্যোগের সময়ও লুটপাট করা নিয়ে ব্যস্ত আছে।
বিএনপির এই নেতা বলেন, সারা দেশের বেসরকারি ও সরকারি হাসপাতালগুলোতে পিপিই সংকট। অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি আমাদের কাছে মেডিকেল ইকুইপমেন্ট চায়। স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শুনেছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ মেডিকেল ইকুইপমেন্ট আছে। যেখান থেকে নাকি বিদেশেও রপ্তানি করা যাবে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের মানুষকে মেরে বিদেশে রপ্তানি করার অভ্যাস তো তাদের (আওয়ামী লীগ) আছে প্রভুদের খুশি করার জন্য। গতকাল দেখলাম নৌবাহিনীর একটি জাহাজ ১০০ টন খাদ্যসামগ্রী নিয়ে মালদ্বীপে যাচ্ছে, অথচ আমাদের এখানে দুই মুঠো চালের জন্য মানুষ রাস্তায় শুয়ে পড়ছে। ক্ষুধা কোনো কিছু মানে না, মানুষ ক্ষুধায় হয় মৃত্যুবরণ করে, না হয় হিংস্র হয়ে ওঠে। সেই অবস্থার দিকেই দেশকে ঠেলে দিচ্ছে সরকার।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আজ যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে অদৃশ্য শক্তির (করোনাভাইরাস) বিরুদ্ধে তারা আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অথচ তাদেরই সুরক্ষার কোনো ব্যবস্থাই নাই। যার প্রমাণ ডাক্তার মঈন উদ্দিন, যার প্রমাণ আরো আরো ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত তারাও সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, নিরাপত্তা চাইছে।
আলাল বলেন, ‘আমরা যদি এই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে আমাদের জন্য সামান্যতম পরিমাণ সুরক্ষাও থাকবে না। এই কথাটি যত তাড়াতাড়ি সরকার বুঝবে তত তাড়াতাড়ি আমাদের জন্য, দেশ ও দেশের জনগণের জন্য ভালো হবে।’