এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না : রুমিন ফারহানা
১৯৭৩ সাল থেকে আজ অবধি আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, তাই এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন রুমিন ফারহানা।
সার্চ কমিটিকে তামাশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, পাঁচজন ফেরেশতাকে বসিয়ে দিলেও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই। মানুষ যখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দিশেহারা, আমরা মানুষের দাবি নিয়ে যখন আন্দোলন করছি; তখনও সেই দাবির কথা বলতেও আমরা বাধার সম্মুখীন হচ্ছি।
শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।