এখন থেকে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী দুই শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে উঠার চেষ্টা করছি। করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষার্থীদের এখন থেকে নিয়মিত ক্লাস হবে।’
ঢাকা কলেজে মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ বুধবার আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ‘উচ্চ মাধ্যমিকে ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন পাঠ্যবইয়ের সংকট দ্রুত পুষিয়ে নেওযার চেষ্টা করা হচ্ছে। আশা করি, ক্লাস শুরু হওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের দ্রুত গুছিয়ে নিতে পারবে। আগের সব ঘাটতি পূরণ করতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে।’