এনটিভি পরিবারের ঘনিষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন ফকির আর নেই
এনটিভি পরিবারের ঘনিষ্ঠ সদস্য, মানবসম্পদ বিভাগের নির্বাহী কর্মকর্তা এবং একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহাবউদ্দিন ফকির (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার ভোরে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাবউদ্দিন ফকির।
আজ বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বেলদিয়া ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন ফকিরকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকষ দল। পরে সেখানে তাঁর জানাজার অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিপুল মানুষ অংশ নেয়। জানাজা শেষে বাড়ির পাশে তাঁর পৃষ্ঠপোষকতায় নির্মিত মসজিদের পাশেই লাশ দাফন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় শাহাবউদ্দিন ফকির সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. মোসাদ্দেক আলী গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন ফকিরের মৃত্যুতে এনটিভি পরিবারও গভীরভাবে শোকাহত।