এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব রটিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ৪
বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব রটিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ চার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা আগের বিভিন্ন সালের প্রশ্নপত্র সংগ্রহ করে তা এডিট করে বর্তমান সময়ের প্রশ্ন বলে চালিয়ে দিত এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিত। আজ সোমবার (১ মে) পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী এ তথ্য জানান।
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসপি সুদীপ তার বক্তব্যে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতারের তত্ত্বাবধানে একটি অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এর নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইমন ওলিউল্লাহ। পুলিশের দলটি ধুনট উপজেলার জোড়াখালি হাফেজখানা নামক স্থান থেকে প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতা মো. সালমানসহ চার জনকে আটক ও পরে তাদের নামে মামলা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলার জোড়াখালি গ্রামের মো. সালমান (২০), মো. রাইসুল ইসলাম (২০), মো. আহসান হাবীব (২০) ও মো. আব্দুল মমিন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা পরস্পরের যোগসাজসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে সেই পেজে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবির ওপরের অংশ কেটে এবারের বলে প্রচার করে। এ ছাড়া যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে ইচ্ছুক, তাদেরকে ওই পেজে ম্যাসেজ করে যোগাযোগ করতে বলে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ধুনট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।