কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে হত্যা
মাগুরায় তুচ্ছ ঘটনার জেরে আকামত মোল্লা (৫৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় যুবক ইশা শেখের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের বরুনাতৈল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, নিহত আকামত নিজ বাড়ির সামনে আলালের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একই এলাকার ইশার সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় আকামতকে ছুরিকাঘাত করেন ইশা। স্থানীয়রা আহত অবস্থায় আকামতকে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আকামতের ছেলে নাসিরুল জানান, তাঁর বাবার সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না ইশার। তবে অভিযুক্ত ইশা এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিকবার জেলহাজতে ছিলেন।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।