কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন খালেদুর রহমান (৫৮)। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল সোমবার তাঁর করোনা শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার রাতে খালেদুর রহমানের করোনা শনাক্ত করা হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সামন্ত লাল সেন বলেন, ‘খালেদুর রহমানের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। অন্যান্য যে ১৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাঁদের কেউ শঙ্কামুক্ত নয়।’