করোনার জন্য দেশের সব আদালত বন্ধের নির্দেশনা চেয়ে রিট
করোনাভাইরাস থেকে রক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিদেশফেরত যাত্রীদের সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টিন ঠিকমতো হচ্ছে কি না, তা মনিটর করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।