করোনাভাইরাসে মিরপুরের ডেল্টা মেডিকেলে একজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুজন হলো। গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৭৩ বছর। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিও এক প্রবাসীর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।’
এদিকে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডেল্টা হাসপাতালে একজন মারা গেছেন বলে একটি পোস্ট ভাইরাল হতে থাকে। ওই পোস্টে বলা হয়, একজন মারা যাওয়ার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুজন চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। তবে এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া দেশে নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২৪ জন আক্রান্ত হলেন। এঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুজনে দাঁড়াল। আর আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ২৪ জনে। সারা দেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে। আর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আছেন ৫০ জন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে আইইডিসিআরে করোনা শনাক্ত করতে নয়টি মেশিন আছে। আমরা আরো সাতটি মেশিন নিয়ে এসেছি। আটটি জায়গায় এসব মেশিন স্থাপন করা হবে, যাতে সেখান থেকে করোনাভাইরাসের পরীক্ষা করা যায়।
এর আগে গত ১৮ মার্চ সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এক ব্যক্তি মারা যান বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সেদিন বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতি দুঃখের সঙ্গে বলছি, করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের ওপরে এবং তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, কিডনিসহ আরো বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।’
আইইডিসিআর পরিচালক আরো বলেন, ‘এই রোগী একজন ইতালিফেরত ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন।’