করোনাভাইরাস : ফের বাড়ল মৃতের সংখ্যা
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে গতকাল চারজনের মৃত্যু হলেও আজ শনিবার আবার তা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ৪২২ জনের করোনাভাইরাসের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৩৭ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।’
অধ্যাপক নাসিমা সুলতানা আরো বলেন, ‘এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ। তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের। এ ছাড়া সাতজনের বয়স ৭০ বয়সের ওপরে, ৫১ থেকে ৬০ বছর একজন এবং ৬০ বছরের বেশি একজন। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জে দুজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন ও জয়পুরহাটে দুজন মারা গেছে।’
ড. নাসিমা বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা বলেছি, ২১টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ আমরা আরো দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু করেছি। এখন পরীক্ষা করা হচ্ছে মোট ২৩টি প্রতিষ্ঠানে। নতুন প্রতিষ্ঠান হলো ঢাকার মধ্যে সাভারে ও কুষ্টিয়া মেডিকেল কলেজে। তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ২৮টি ল্যাবে পরীক্ষা করা। তা এ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে।’