করোনার কাছে হেরে গেলেন পাবনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন (৭১)। আজ শনিবার সকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আগামীকাল রোববার সকাল ১০টায় পাবনার স্বাধীনতা চত্বরে তাকে গার্ড অব অনার শেষে পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি পর পর তিনবার সরাসরি ভোটে নির্বাচিত ডেপুটি কমান্ডার ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চপ্পু, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ক্যাব সহসভাপতি জেবুন্নেচ্ছা ববিন ও সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম পৃথক বিবৃতিতে আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান।