পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত
পেঁয়াজ লাগাতে যাওয়ার পথে পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক এলাকার কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ লাগানোর কাজে যান। প্রতিদিনের মতো আজ ভোরে তারা বেশ কয়েকজন শ্রমিক করিমনে করে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হয়। রাস্তার পাশে ঠিক করতে থাকে ড্রাইভার। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধবপুর থেকে সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন কৃষক মারা গেছেন। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।