করোনার চিকিৎসার জন্য আরো চারটি হাসপাতাল
দেশব্যাপী আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো চারটি হাসপাতালকে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে এখন থেকে ওই চারটি হাসপাতাল থেকে অন্য রোগীদের অন্যত্র স্থানান্তর করে শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাসপাতালের সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
হাসপাতাল চারটি হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এবং প্লাস্টিক সার্জারি ইউনিট ও এ হাসপাতালের ২ নম্বর ভবন, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।
অবিলম্বে এ হাসপাতালগুলো খালি করে শুধু করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সবশেষ করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।