করোনার চিকিৎসার জন্য স্টেডিয়াম ব্যবহার করা যাবে : প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরীসহ দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো প্রয়োজনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমনী শেখ হাসিনার সরকার করোনাভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি ও সরকারের গৃহীত সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করেনি। তবে আমাদের আত্মতুষ্টিতে বসে থাকলে চলবে না। তাই আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি। দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের চাহিদা মাফিক করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে।’
বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে ঢাকা মহানগরীরসহ দেশের প্রধান স্টেডিয়ামগুলোতে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসনের ব্যবস্থা করেছি।’
ঢাকাসহ অন্য মহানগরী ও জেলাগুলোতে ৮০টি স্টেডিয়াম এবং ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও সব খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি ইভেন্টের আয়োজন করা হলেও সেগুলো সাময়িক স্থগিত করা হয়েছে।