করোনার চিকিৎসায় ওষুধ উৎপাদন করবে দেশের ছয় প্রতিষ্ঠান
কোভিড-১৯-এর চিকিৎসার জন্য দেশের ছয়টি ওষুধ কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনাভাইরাসের জন্য এ ওষুধ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেশের ছয়টি কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমীন জানান, ছয়টি কোম্পানির মধ্যে অ্যাডভান্স পর্যায়ে আছে এসকেএফ ও বেক্সিমকো। উৎপাদনের শেষ দিকে আছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। উৎপাদন শেষ করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, খুব তাড়াতাড়ি উৎপাদনে যাবে বেক্সিমকো ফার্মা। বাকিদের মধ্যে কেউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের চেষ্টা করছে। কেউ কাঁচামাল সোর্সিং করছে।’
রুহুল আমীন আরো জানান, রেমডেসিভির অ্যান্টিভাইরাল ওষুধ। ইবোলা সংক্রমণের সময় এটি ব্যবহার হতো। এখন জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কারণ তারা বলছে, এ ওষুধ করোনা চিকিৎসায় কার্যকর বলে তাদের কাছে তথ্য-উপাত্ত আছে, যার কারণে তারা এ জরুরি অনুমোদন দিয়েছে।